English

রোজ গার্ডেন প্যালেস, ঢাকা

রোজ গার্ডেন প্যালেস, ঢাকা

নীলাঞ্জনাঃ

বাংলাদেশে যে  কত নান্দনিক দৃশ্য আছে না ঘুরলে বা না দেখলে বোঝা যাবেনা। আজকে আমার এ লেখায় সুন্দর সুন্দর নান্দনিক জমিদার বাড়ির স্থাপত্য নিয়ে লিখব। তাও আবার শত বছর আগের তৈরি জমিদার বাড়িগুলো। ওই সময়েও স্থাপত্য শিল্পে কত সমৃদ্ধ ছিল বাংলাদেশ তা ভাবতে অবাক লাগে কেননা বর্তমানে এখন এ ধরনের স্থাপত্য কোথায় তৈরী হয় কিনা জানা নেই! আজকে সাতটি জমিদার বাড়ি নিয়ে লিখেছেন... নীলাঞ্জনা।  

রোজ গার্ডেন প্যালেস, ঢাকা

১৯ শতকের শেষের দিকে হিন্দু জমিদার হৃষিকেস দাস রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন।  ওই সময়, বলধা গার্ডেনে অনুষ্ঠিত হওয়া জলসাগুলো শহরের বিত্তবান হিন্দুদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বলধা গার্ডেনের এমনই এক জলসায় হৃষিকেস দাস নামক এক নিম্নবর্ণের জমিদারকে অপমান করা হয় এবং এর ফলে তিনি নিজেই বাগানবাড়ি স্থাপনের সিদ্ধান্ত নেন। হৃষিকেস দাস তাঁর নিজস্ব বাগানবাড়িতে জলসার আয়োজন করতেন। তাঁর বাগানের মূল আকর্ষণ ছিল একটি নয়নাভিরাম সাজঘর। এটির অবস্থান ঢাকার টিকাটুলীর কে এম দাস লেনে, বলধা গার্ডেনের কাছেই। ১৯৩১ সালে তিনি এই রোজ গার্ডেন তৈরির সিদ্ধান্ত নেন। অনেক লতাপাতা দিয়ে কারুকাজ করা এই বাড়ির অনেক জায়গায় পাথরের মূর্তি সজ্জিত আছে। নিচ তলায় আছে ৮টি কামরা। ২য় তলায় ৫টি কামরার সাথে মাঝে আছে সুবিশাল নাচ ঘর। বাংলাদেশ আওয়ামী লীগের সূচনা হয়েছিল এই রোজ গার্ডেনেই।

শশী লজ, ময়মনসিংহঃ https://www.digitalgraam.com/ssee-lj-mymnsingh
বালিয়াহাটি জমিদার বাড়িঃ https://www.digitalgraam.com/baliyahati-jmidar-bari-manikgnj
তাজহাট জমিদার বাড়ি, রংপুরঃ https://www.digitalgraam.com/tajhat-jmidar-bari-rngpur
উত্তরা গণভবন, নাটোরঃ https://www.digitalgraam.com/uttra-gnvbn-nator
মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইলঃ  https://www.digitalgraam.com/mhera-jmidar-bari-tangoail
ধনবাড়ী জমিদার বাড়িঃ  https://www.digitalgraam.com/dhnbaree-jmidar-bari