নীলাঞ্জনাঃ
বালিয়াহাটি জমিদার বাড়ি,
বাংলাদেশে যে কত নান্দনিক দৃশ্য আছে না ঘুরলে বা না দেখলে বোঝা যাবেনা। আজকে আমার এ লেখায় সুন্দর সুন্দর নান্দনিক জমিদার বাড়ির স্থাপত্য নিয়ে লিখব। তাও আবার শত বছর আগের তৈরি জমিদার বাড়িগুলো। ওই সময়েও স্থাপত্য শিল্পে কত সমৃদ্ধ ছিল বাংলাদেশ তা ভাবতে অবাক লাগে কেননা বর্তমানে এখন এ ধরনের স্থাপত্য কোথায় তৈরী হয় কিনা জানা নেই! আজকে সাতটি জমিদার বাড়ি নিয়ে লিখেছেন... নীলাঞ্জনা।
মানিকগঞ্জ থেকে আট কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াহাটি গ্রামে বাড়িটির অবস্থান। আনুমানিক ১৭৯০ খ্রিষ্টাব্দে বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। প্রায় ১৬ হাজার বর্গমিটারের এই জমিদার বাড়িতে ২০০টির মত কক্ষ আছে। ১৯ শতকে নির্মিত এই বাড়ির সাথে রেনেসাঁ স্থাপত্যের বেশ মিল পাওয়া যায়। কথিত আছে গোবিন্দ রায় সাহা বালিয়াহাটি জমিদার বাড়িটির গোড়াপত্তন করেন। বাড়িটিতে অনেকগুলো স্থাপনা রয়েছে। সর্বমোট ৭টি সুবিশাল দ্বিতল ও ত্রিতল স্থাপনা রয়েছে। স্থাপনাগুলো প্রাচীর দ্বারা ঘিরে রয়েছে। দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে রয়েছে বিশাল আকৃতির পুকুর। জমিদার বাড়ির ভেতরে রং মহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। জমিদারবাড়িকে ঘিরে থাকা সুউচ্চ প্রাচীরে তিনটি চমৎকার স্থাপত্যশৈলীর ফটক রয়েছে। বর্তমানে ‘বালিয়াতি প্রাসাদ’ নামকরণ করে বাংলাদেশ প্রতœতত্ত¡ অধিদফতর এই জমিদার বাড়িটির অধিগ্রহণ করে দেখাশোনা করছে।