ইশরাত জাহান ফাতেমা:
আমি Fiverr এ গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করছি। আমার কাজের শুরু অল্প দিন। আমার স্বামীর উৎসাহে আমার প্রথম শেখা শুরু ইউটিউব দেখে। তারপর তিনিই আমাকে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টেও কোর্সের কথা বলে এবং অ্যাপলিকেশন করে দেয়। সেখানে শেখার সুযোগ পেয়ে অনলাইনে ক্লাস শুরু করি ২০২১ সালের জানুয়ারি মাসে। খুব ভালো একজন ট্রেইনার ছিলেন আমাদের তার নাম সামিয়া। একজন ভালো বন্ধুর মত করে তিনি খুব ভালো শিখিয়েছেন। ৫০টা ক্লাস করেছি, পরে মেন্টরিং ক্লাসও পেয়েছি কিছুদিন। স্বামী আইটিতে অভিজ্ঞ হওয়ায় ফাইভার অ্যাকাউন্ট করে দিয়েছিলো আগেই, কিন্তু অনেক চেষ্টা করেও ৬মাস কোনো কাজের অর্ডার পাইনি। জানুয়ারি মাসে প্রথম অর্ডার আসে। ৫ ডলার দিয়ে আর্নিং শুরু হয়। তারপর বাড়তে থাকে। আমি একজন গৃহিণী, আমার ৪ বছরের সন্তান আছে। সবকিছু সামাল দিয়ে সারারাত কাজের প্রাক্টিস তারপর কাজ করা। আর প্রথম দিকে ১টা ডিজাইন তৈরি করতেও অনেক সময় লাগতো। গ্রাফিক ডিজাইন আমার পেশা না আমার প্যাশন, যেটাকে আমার স্বামী সম্পূর্ণ সমর্থন করেন। এখন আমি Fiverr এ লেভেল-১ সেলার। বর্তমানে কিছু অস্ট্রেলিয়ান ও আমেরিকান ডিরেক্ট বায়ার আছে আর Fiverr ২টা মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আর্নিং হয়। কিছু বাংলাদেশি স্থায়ী বায়ারও আছে।
আজ আমার এই অর্জনের জন্য আমি কৃতজ্ঞ প্রথমে আমার আব্বুর কাছে, যিনি আমাকে মেয়ে মনে না করে তার বড় সন্তান হিসেবে শিখিয়েছেন আর উৎসাহ দিয়েছেন সব কাজে। এরপর আমার স্বামী, তিনিও আমাকে সবকিছুতে স্বাধীনতা দিয়ে সাহায্য করছেন। সবশেষে আমার ট্রেইনার ম্যাম, যিনি আমাকে বন্ধু হয়ে শিখিয়েছেন আর পথ দেখিয়েছেন। আমি একজন গ্রাফিক ডিজাইনার এ পরিচয় আমি সারাজীবন ধরে রাখতে চাই।