মোহাম্মদ ইব্রাহীম:
আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। গ্রাফিক ডিজাইন নামে আমার একটা বিষয় ছিলো। মূলত সেখান থেকেই গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানা। তখন থেকেই গ্রাফিক ডিজাইন ভালো লাগত। সর্বপ্রথম ২০১৮ সালে আমি একটা কোর্স করি অনলাইনে ২০০ টাকা দিয়ে। এটা ছিলো আমার বেসিক শিক্ষা। পরে আমার কলেজের শিক্ষকের নিকট থেকেও গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক কিছু শিখি। পরে গ্রাফিক ডিজাইন নিয়ে আরো বেশি আগ্রহ হলো তারপর আমার এক কাছের বন্ধুর থেকে জানতে পেরে LEDP তে ভর্তি হলাম সেখানে গ্রাফিক ডিজাইন এর বাকী সব কিছু শেখা। আমি সেখানে প্রতিদিন ৪ ঘন্টা করে ক্লাস করতাম। সেখানে আমাদের সবকিছু শেখানো হয়। সেখান থেকে আমাদের মেন্টর সামিয়া আপুর গাইডে Fivrr এ একাউন্ট খুলে কাজ করা শুরু করি।
প্রথম দিকে কাজ পাইতাম না কিন্তু পরে আস্তে আস্তে কাজ আসা শুরু হলো। পরে কাজ এতো বেশি পেতাম যে একা শেষ করতে পারতাম না তাই আমার এক বন্ধুকে সাথে নিয়ে কাজ করতাম। আমরা একটানা প্রায় ৩ (তিন) মাসের মতো কাজ করি এবং ৭,০০০ (সাত হাজার) ডলার ইনকাম করি। এইভাবে আমাকে দেখে অনেকেই গ্রাফিক ডিজাইন শেখা শুরু করছে। ফ্রিল্যান্সিং এমন একটা বিষয় যার জন্য অনেক বেশি ধৈর্য্য লাগে। এ কাজে সবসময় লেগে থাকতে পারলে ভালো কিছু করা সম্ভব। চাকুরির পিছনে না ছুটে ফ্রিল্যান্সিং করা অনেক ভালো। এটি একটি স্বাধীন পেশা, যে কেউ কাজ করতে পারে। যে কোন কাজ মন থেকে করা উচিৎ এবং সেটি করলে সফলতা আসবেই।