English

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবায় আসছে স্টারলিংক

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবায় আসছে স্টারলিংক

ডিজি রিপোর্টঃ

 কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা দিবে। স্টারলিংকের দুই সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে বৈঠক করেন বলে জানায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রতিনিধি দলে ছিলেন গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়ায়েল মেরিথ ও গ্লোবাল বাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেস। বাংলাদেশের পক্ষে স্টারলিংক ইন্টারনেট সেবা বিষয়ে অবগত হলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিআরসির কমিশনারবৃন্দ এবং মহাপরিচালকবৃন্দ। 

ইলন মাস্কের মহাকাশবিষয়ক সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট  সেবা দিতে আগ্রহী। ‘স্টারলিংক এলে বিরূপ আবহাওয়ায় কতটা কাজ করবে, ডিভাইসগুলোর চুরি রোধ, সেবার বিনিময়ে ডলারের পেমেন্ট বিষয় উপস্থাপনায় উঠে আসে। জননিরাপত্তার স্বার্থে আইনি নজরদারির বিষয়েও আলোচনা হয়।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্্েদ পলকের সঙ্গেও প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন গত ২৬ জুলাই। প্রতিমন্ত্রী বলেন, দেশে উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখতে স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের পাইলট কার্যক্রম  দ্রুতই শুরু হবে। তিনি আরও জানান, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বা দুর্যোগ কবলিত জনগোষ্ঠীকে নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখবে বলে আশা করেন।